সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে র্যাব ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল আহমদ ওরফে বাবুলকে (৩১) গ্রেফতার করেছে।
রবিবার (৩ অক্টোবর) দক্ষিণ সুরমা থানার লাউয়াই উম্মুল কবুল গ্রামের বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলায় ৭ বছরের সাজা ও ১০ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। রায়ের পর থেকে বাবুল পলাতক ছিল।
রোববার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লুৎফর রহমান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।