প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা এর উদ্যোগে সোমবার (৪ অক্টোবর) সকাল ১১টায় জিন্দবাজারস্থ সরকারী কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা এর প্রেসিডেন্ট সাহেদা পারভীন চৌধুরীর সভাপতিত্বে জিন্দাবাজার সরকারী কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সভাপতি সাহেদা পারভীন চৌধুরী, ডিরেক্টর নাজনীন হোসেন, ডিরেক্টও খয়রুন নেছা শেলী, সাবিনা সুলতানা, শেলী বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিন্দাবাজারস্থ সরকারী কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছন্দা রাণী দাশ, মালেকা আক্তার জাহান, ফাহমিদা পারভীন, কুমকুম ইয়াছমিন, নিপা চৌধুরী, রোমানা বেগম, শিক্ষক সুলতান আহমদ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার পেয়েছেন সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ের দিত্বীয় শ্রেণীর ছাত্র খন্দাকার মাহবীর আল মুহাইমিন। পরে ছাত্রদের মাস্ক ও চকলেট বিতরণ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।