সুনামগঞ্জে এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে বাবুল মিয়া (২০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: জাকির হোসেন। আজ বিকেলে তিনি এ রায় ঘোষণা করেন।
আদালত সুত্রে জানা যায়, সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাও গ্রামের মৃত দেওয়ান আব্দুল আলীর পুত্র বাবুল মিয়া ২০০২ সালের ১ আগস্ট রাতে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ বছরের ছাত্রীকে তার নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে নির্যতিতার স্বজনরা তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়। এঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে বাবুল মিয়াকে আসামি করে নারী শিশু আইনে একটি মামলা দায়ের করেন। ২০০২ সালের ৩ অক্টোবর তারিখে পুলিশ মামলার অভিযোগ পত্র আদালতে দাখিল করে। এই মামলার ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহন করেন বিজ্ঞ আদালত। বাদী পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর নান্টু রায় বলেন, আদালতের রায়ে বাদী পক্ষ্য সন্তোষ প্রকাশ করেছে। তবে তারা দ্রুত মামলার রায় কার্যকর করার আহ্বান জানান। আসামীপক্ষের আইনজীবী আব্দুল কাদির জানান, আসামি পক্ষ রায়ে সন্তুষ প্রকাশ করেননি।আদালতের রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।