লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসের রাস্তায় ঘুরে বেড়ানো ভয়ংকর বিকৃত যৌন অপরাধীকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।
গত (৪ অক্টোবর) সোমবার তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে নর্থ লণ্ডনের পুলিশ ষ্টেশনে জেলে রাখা হয়েছে।
এই ভয়ংকর অপরাধীর নাম বা জাতীয়তা প্রকাশ করা হয়নি। সে ৩০ আগষ্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন এলাকায়, সকাল, বিকাল, মধ্যরাতে বিভিন্ন সময় নারী ও পুরুষদের জিম্মি করে যৌন নিপীড়ণ চালাতো।
এখন পর্যন্ত এক মাসে ৮টি ঘটনার অভিযোগ এসেছে পুলিশের কাছে। এরমধ্যে ৪ জন পুরুষ ভিক্টিমও আছেন।
এই সিরিজ ঘটনার পর পুলিশ অভিযুক্ত সিসিটিভি ছবি প্রকাশ করে মানুষের সহায়তা চায়। সে বাই সাইকেলে করে হঠাৎ করে এসেই মানুষকে জিম্মি করে যৌন হেনস্থা করতো। অভিযোগকারীদের বর্ণনায় দেখা হুডি জ্যাকেট, ধূসর জগারস ট্রাউজার, মাথায় বেসবল ক্যাপ ও গলায় সাইকেলের তালা ঝুলানো থাকে। সে সিলভার ও কালো বাই সাইকেলে বের হতো।
ডিটেক্টিভ কনস্টেবল জেনিনা প্যারোল বলেছেন, যে অপরাধে একজনকে ধরা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। তবে আরো অনেকেই হয়তো এই তরুন দ্বারা নির্যাতিত হয়ে মুখ বুঝে আছেন যারা পুলিশের কাছে অভিযোগ করেন নি।
এই ধরনের ঘটনার শিকার হলে এগিয়ে পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করেন তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।