সিলেট: পূর্ব শত্রুতার জের ধরে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে চার যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার রাত সাড়ে ৯টার দিকেত পৌরশহরের দক্ষিণবাজারে মোস্তফা পার্টি রেস্টুরেন্টের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাকসাইন গ্রামের আলা উদ্দিনের ছেলে বর্তমানে বিয়ানীবাজারের সুপাতলা বাসিন্দা নোমান আহমদ আরিফ ও বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও একই গ্রামের সামসুল হকের ছেলে বায়েজিদ বোস্তামি, জলডুপ গ্রামের মঈনুল হকের ছেলে তুহিনুল হক।
স্থানীয়রা জানান, লামা নিদনপুর এলাকার মৃত কুতুব আলীর ছেলে টুটুল ও নয়নের নেতৃত্বে ৪/৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ যুবকদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মিজানুর রহমান ও নোমান আহমদ আরিফ গুরুতর আহত হন। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কুপে তাদের মুখমন্ডল কেটে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত নোমান আহমদ আরিফের বাবা এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।