শিক্ষা

এমপিওভুক্ত হচ্ছেন সিলেটের ৩১২ জন শিক্ষক-কর্মচারী 

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ ১১:০৪

ছবি: সংগৃহীত

সারাদেশের বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া ৫ হাজার ১১৭ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এর মধ্যে স্কুলের ৩ হাজার ১২৬ জন ও কলেজের ১ হাজার ৯৯১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এদের মধ্যে স্কুল-কলেজ মিলিয়ে সিলেটের রয়েছেন ৩১২ জন।

সেই সঙ্গে সারাদেশের ৪ হাজার ৪১৪ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ১৩৪ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে। মাউশির এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়। গত সোমবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৩ হাজার ১২৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে খুলনা অঞ্চলের ৭১৪, বরিশালেন ২৩৯ জন, চট্টগ্রামের ৪০৫, কুমিল্লার ২৬০, ঢাকার ৪১৭, ময়মনসিংহের ২৫২, রাজশাহীর ২৬৯, রংপুরের ৩৫৬ এবং সিলেটের ২১৪ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

কলেজের ১ হাজার ৯৯১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে খুলনা অঞ্চলের ৩৪৮, বরিশাল অঞ্চলের ১০৩, চট্টগ্রামের ৫৩, কুমিল্লার ৫৭, ঢাকার ২১৭, ময়মনসিংহের ৩৭০, রাজশাহীর ৪১০, রংপুরের ৩৩৬ এবং সিলেট অঞ্চলের ৯৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

গত কয়েক মাসে বিধান মতো নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরাও এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। জুলাই মাসের আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

এছাড়া বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ১৩৪ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে খুলনার অঞ্চলের ৬৬, বরিশাল অঞ্চলের ১৫, চট্টগ্রামের ৫, কুমিল্লার ৪, ঢাকার ১৬, খুলনার ৬৬, ময়মনসিংহের ৬, রাজশাহীর ১৪, রংপুরের ৭ এবং সিলেট অঞ্চলের ১ জন শিক্ষক আছেন।

শিক্ষা থেকে আরো পড়ুন