জেলা ও মহানগর আওয়ামী লীগকে পাশ কাটিয়ে ছাত্রলীগের নতুন কমিটি দেয় কেন্দ্র। এ নিয়ে মনক্ষুন্ন ছিলেন দলের অভিভাবক সংগঠনের নেতারা। অবশেষে নেতাদের ফুল দিয়ে মান ভাঙালেন জেলা ও মহাননগর ছাত্রলীগের নতুন কমিটির নেতারা।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে নগরের চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন রেডক্রিসেন্ট কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের হাতে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ছাত্রলীগের নতুন কমিটির নেতারা।
এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভেকেট নাসির উদ্দিন খান অভিমান ভেঙে ছাত্রলীগের দেওয়া ফুল গ্রহণ করেন এবং তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।
নেতৃবৃন্দ সিলেট ছাত্রলীগকে লোভ লালসার উর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,ছাত্রলীগকে কোন ব্যক্তি কেন্দ্রীক না হওয়ার নির্দেশনা প্রদান করেন।সংগঠনের কার্যক্রম গতিশীল করতে যেকোন ব্যাপারে অভিভাবক সংগঠন আওয়ামী লীগের পরামর্শ নিয়ে পথ চলার আহ্বান জানান তারা।
আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম।
গত ১২ অক্টোবর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষণার পর স্বগোত্রীয় কমিটি বিরোধীদের আন্দোলনের তুপে রয়েছেন জেলা ও মহানগর ইউনিট কমিটির নেতারা।
কমিটি ঘোষনার পর তোপের মুখে থেকেও ১৮ অক্টোবর প্রথমবারের মতো নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেটের রাজপথ আনন্দ মিছিল করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।