দেশের শীর্ষ নায়ক শাকিব খান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আজ সকালেই তিনি মার্কিন মুলুকের উদ্দেশ্যে উড়াল দেন। জানা গেছে, একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শাকিবের এই সফর। আগামী ১৪ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’ এ পারফর্ম করবেন এ নায়ক। এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন শাকিব। কিন্তু সাড়া পাননি।
অবশেষে ভিসা পেয়ে আনন্দিত এ নায়ক। শাকিবের সঙ্গে এই সফরে আরও থাকছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, মানাম আহমেদের মতো শিল্পীরা।
তারা প্রত্যেকেই চ্যানেল আইয়ের অনুষ্ঠানের অতিথি হিসেবে যাচ্ছেন। তবে শাকিব অংশ নেবেন সেখানকার ঢালিউড অ্যাওয়ার্ডেও। আগামী ৪ ডিসেম্বর নিউ ইয়র্কেই বসবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানেও পারফর্ম করবেন তিনি। অনুষ্ঠান সেরে আগামী ৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে শাকিবের।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।