সিলেটের বিয়ানীবাজারে নবনীতা দাস (২৯) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নবনীতার স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত নবনীতার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। তিনি বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, নবনীতা দাস সম্প্রতি প্রেমের সম্পর্ক গড়ে তার এক সহপাঠীকে বিয়ে সংসার গড়েন। স্বামী বেকার থাকায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। পারিবারিক কলহ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশিদের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়াতে নিহতের স্বামীকে আটক করে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।