তাহিরপুরে গত দেড় মাসপুর্বে টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে হারানো বিড়াল ’লিও কে খুজেপেয়ে স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করলেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। জানাগেছে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হারিয়ে যাওয়া পোষা বিড়ালের খুজে গত দেড় মাস ধরে তাহিরপুরে রয়েছেন জুলিয়া ওয়াসিমান। সন্ধান চেয়ে তিনি সম্প্রতি অটোরিকশায় করে এলাকা জুড়ে মাইকিংকরেছেন।নিজের কন্ঠ রেকর্ড করে প্রচার করেছেন যা’তে তার পোষা বিড়াল নিজ মালিকের কন্ঠ শুনে মাইকের কাছে চলে আসতে পারে। অবশেষে তার দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে।সোমবার(১৫নভেম্বর) রাতে তাহিরপুর থানা প্রশাসনের সহযোগিতায় উপজেলার সদর ইউনিয়নের রায়পাড়া থেকে রতন নামে এক যুবক ও ছাত্রলীগের কয়েকজন নেতা জার্মানী নারীর পোষ্য বিড়াল লিও’কে সুকৌশলে আটক করে।এ সময় একজন গুরুতর আহত হয় বলে জানিয়েছেন তাহিরপুর পুলিশ প্রশাসন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) তাহিরপুর সকালে পুলিশ প্রশাসনও ছাত্রলীগ নেতৃবৃন্দ জুলিয়া ওয়াসিমানের কাছে তার প্রিয় পোষা বিড়াল লিওকে হস্থান্তর করেন। পোষা বিড়াল লিও কে পেয়ে খুশিতে আত্বহারা হয়ে উঠেন তিনি।পুলিশ প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা ও শ্রদ্বা জানিয়ে পোষ্য বিড়াল ’লিও কে সাথে নিয়ে আপন দেশের উদ্দেশ্যে রওয়ানা করেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান।
তাহিরপুর
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।