সিলেটের বিশ্বনাথে নৃশংসভাবে কুপিয়ে এনামুল হক (৩৫) নামের এক যুবককে খুন করা হয়েছে। আজ বুধবার ভোরে বাড়ির সামনে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এনামুল হক উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মো. ইসাক আলীর ছেলে। তিনি মাদকের কারবারে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার ভোরে বাড়ির সামনে এনামুল হকের লাশ পড়ে থাকতে দেখেন আশপাশের লোকজন। এতে এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের মুখ ও কপালে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তাকে কুপিয়ে খুন করা হয়েছে।
এনামুল হকের ভাই নাজমুল হক জানান, এনামুল গাড়িচালক ছিলেন। কিন্তু গত কিছুদিন ধরে তিনি কর্মহীন হয়ে পড়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর রাতে আর ফিরেননি। আজ বুধবার ভোরে বাড়ির সামনের রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, এনামুল হক মাদক সেবনকারী ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। কী কারণে এই খুনের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।