তিন টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে পাকিস্তান। আগামীকাল টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে সফরকারীরা। এরইমধ্যে প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাবর আজমের নেতৃত্বে ১২ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপ মিশন শেষে বিশ্রাম দেয়া হয়নি মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিকদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা আসিফ আলী ও ইমাদ ওয়াসিমকে নেয়া হয়নি প্রথম ম্যাচের দলে।
বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের দল নিয়ে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। মূল লড়াইয়ের আগে এতদিন অনুশীলনও সেরেছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের স্কোয়াডের বাইরে এই সফরের জন্য তিন ক্রিকেটারকে দলের সঙ্গে যোগ করা হয়েছিল। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি- টোয়েন্টিতে তিন ক্রিকেটারের মধ্যে ১২ সদস্যের দলে রয়েছেন খুশদিল শাহ ও হায়দার আলী।
আগামী কাল দুপুর দুইটায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি- টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। একই সময় এবং ভেন্যুতে আগামী ২০শে নভেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টিটি হবে। আর শেষ ম্যাচ হবে আগামী ২২শে নভেম্বর।
এরপর আগামী ২৬শে নভেম্বর শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় ম্যাচটি হবে ৪ঠা ডিসেম্বর। দুটি ম্যাচই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।